পারিপার্শ্বিক অনেকের চেয়ে তুমি যখন স্বচ্ছল; তখন তোমার দোষ বেশি তখন তোমার শত্রু বেশি –তুমি যত ভালোই হওনা কেনো! তাতে ভেঙ্গে পরতে নেই বিচলিত হতে নেই -এটাই স্বাভাবিক, কারন এটা মানুষের স্বভাবজাত চরিত্রেরই একটা অংশ।