দুঃখ দিয়ে যে সুখ তুমি নিতে চেয়েছিলে
আজ তোমায় তাই দিলাম চুকে,
শ্মশান আমায় জিজ্ঞেস করেছিলো
অকালে কেনো আমি তার কোলে?
আমার জমানো সুপ্ত চোখের জলে
চন্দন ধপ করে নিভে গিয়েছিলো।
বিধাতা শ্মশানকে হুসিয়ার করেছিলো;
কাকে পোড়াচ্ছ!
তাকে কি তুমি চেনো?
কি তার অপরাধ???
  
এখানে কি আর মিথ্যে বলা যায়
ইচ্ছে থাকলেও কেউ কোনোদিন পারেনা
তাই সত্যিটাই বলেছি;
- তোমারই কারনে,  
আমি বলতে চাইনি
তাই কি আর হয়!
কেউ না বললেও বিধাতা সবই জানেন
আদি-অন্ত, নাড়ী-ণক্ষত্র।


তবুও তোমার নামে  
আমি কোনো অভিযোগ করিনি
আমি কোনো প্রতিবাদ জানায়নি
বলেছি; ভুলটা আমারই ছিল;
একপক্ষ ভালোবেসেছিলাম আমি তাকে,
তুমি তো কোনোদিন ভালোবাসোনি আমাকে
তুমি তো কোনোদিন বলোনি;
তোমার জন্য আমি রবো সারা জনম ধরে।