যারে ছাড়া কোনো কিছু লাগেনা ভালো
তারে আমি কি করে বলি তুমি কালো
যারে ছাড়া হয়না দেখা ভোরের আলো
তারে আমি কি করে বলি তুমি অন্ধ।
যারে ছাড়া হয়না আমার কোনো কবিতা
তারে আমি কি করে বলি তুমি আলেয়া
যারে ছাড়া হয়না খোলা বর্ষ পণ্জিকা
তারে আমি কি করে বলি তুমি অন্য মনা।
যারে ছাড়া হয়না সাদা যে পানি কাদা ঘোলা
তারে আমি কি করে বলি তুমি বন্ধা
যারে ছাড়া হয়না গাথা একটাও মালা
তারে আমি কি করে বলি তুমি ফুল চেনো না।