আবার আমার সময় এসেছে হারিয়ে যাবার
আবার আমার সময় এসেছে লুকিয়ে থাকার
আবার আমার সময় এসেছে নির্বাক হবার
আবার আমার সময় এসেছে ভুলে যাবার
আবার আমার সময় এসেছে অভিনয় করার
আবার আমার সময় এসেছে নিজেকে হারাবার
আবার আমার সময় এসেছে উন্মাদ হবার
আবার আমার সময় এসেছে বাউল হওয়ার
আবার আমার সময় এসেছে কারাগারে যাবার
আবার আমার সময় এসেছে জংগলে থাকার
আবার আমার সময় এসেছে স্রোতে ভাসার।


আমি এখন সূর্যকে বলতে পারছিনা সূর্য
আমি এখন চন্দ্রকে বলতে পারছিনা চন্দ্র
নিরবে নিভৃতে আঁধারে ডুবে যাচ্ছে আমার দৃপ্ত।


পৃথিবী ঘোরে! না সূর্য!  
এমন গোলক ধাঁধাঁয় তাল গোল এখন মস্তিস্ক।


বৃহস্পতি
০২ আশ্বিন, ১৪২৭
১৭ সেপ্টেম্বর, ২০২০
২৯ মুহাররম, ১৪৪২
ভালুকা, ময়মনসিং