আজ থেকে সহস্র বছর পরে-
কে বা পড়বে আমার কবিতাখানি,
মনে কি কেউ রাখবে আমারে?
প্লেটো; সক্রেটিস, এরিস্টটলের মতো।


আজ থেকে সহস্র বছর পরে-
যান্ত্রিকতা আর গণনার ব্যস্ত শহরে
আমার কবিতাখানি সক্রিয় রবে কি?
নাকি রোবটের সেন্সর ক্ষমতা!
আমার মনের কাব্য থেকে বেশি হবে।


আজ থেকে সহস্র বছর পরে-
সব যন্ত্রই মানব হবে নাকি?
নাকি মানবই হয়ে যাবে যান্ত্রিক?
আমার কবিতাখানি কি বেঁচে রবে?
রোবটের যান্ত্রিক সুরের হাতছানিতে।


আজ থেকে সহস্র বছর পরে-
আজ একটা চাওয়া আছে
যন্ত্রও যেন মানব হয়ে যায়,
সীমাহীন মনের পরিধিতে,
আমার মনের কাব্যের স্নিগ্ধ পরশে।


রচনাকাল: ০৮/০৮/২০১৭