শীতের প্রায় সমাপ্তির অধ্যায়,
নতুন কুঁড়ি, নতুন পুষ্পের আগমনে
হারিয়েছি ভাষা!!
বসন্তের আগমনে যেন ঝলমলে রোদ্দুর,
ঝলমলে রোদ্দুরের মৃদু আঘাতে আমি দিশাহারা।


হে ঝলমলে রোদ্দুর,
শুধু কাছে পেতে নয়,
মাঝে মাঝে দূরত্বেও ভালবাসা হয়।
গভীর হয়, গাঢ় হয়।
যদি এটা ভালবাসার মতো ভালবাসা হয়।
আমি আজ ঝলমলে রোদ্দুরে ভেসে গেছি,
ঝরাপাতার বিসর্জনে ভেসে গেছি,
নিজেকে ভাবতে অবাক লাগে,
তুমি কেন হঠাৎ ঝড়ো হাওয়ার মতো এলে?
ঝরাপাতার প্রেমে কেন আমাকে ভাসালে?
আর কেনই বা একটু মুচকি হেসে পালিয়ে গেলে?
এটাই কি ছিল তোমার বিসর্জনের অধ্যায়?
নাকি আমার ভালবাসার সুন্দর অববাহিকায়-
তোমার উপস্থিতি!!


হে আমার মনের অতন্দ্র প্রহরী,
হে আমার মনের অপেক্ষাকারী,
আমিই ঝরাপাতা, আমিই ঝলমলে রোদ্দুর-
আমি আরও যায় হই না কেন?
তোমাকে আমি আমার রোদ্দুরে ভাসাতে এসেছি,
তোমাকে আমি আমার আপন করে নিতে এসেছি,
ভালবাসার তরীতে ভাসবে কি এই রোদ্দুরে?
নাকি আমার রোদ্দুরে তুমি আসবে না?
নাকি আমার রোদ্দুরের মৃদু আঘাত  তুমি সইবে না?
নাকি আমাকে ভালবাসবে না?
নাকি অবহেলিত হবো বারবার?
আমিই তোমার ঝলমলে রোদ্দুর,
জানো, আমি উপস্থিত হয়েছি তোমাকে রাঙাব বলে,
তোমাকে সাজাবো আমি আমার ঝলমলে রোদ্দুরে,
একটিবার হলেও আমার আশাকে পূর্ণ করে দাও,
আমাকে পরিপূর্ণ করে দাও তোমার ভালবাসায়।


হে ঝলমলে রোদ্দুর,
আমিও জানি তোমার সকল অভিপ্রায়,
এটাও জানি তুমি এ বসন্তের আগমনে
শুধু আমার জন্য এসেছো অচেনা হয়ে,
ঝরাপাতা হয়ে দিয়েছো বিসর্জন,
আর নতুন রূপে এসেছো ধরা দিতে,
কেন আমি তোমাকে ছুঁবো না তোমায়?
তুমি তো ঝলমলে রোদ্দুরে ছুঁয়েছো আমায়,
আমি তো চাই পরিপূর্ণ করে দিতে তোমায়,
অনন্তকাল ধরে তোমায় ভালবেসে যেতে চাই।
গড়ে দিতে চাই সম্পর্কের দেয়াল,
বিশ্বাসে বিশ্বাসে তোমাকে রূপান্তরিত করতে চাই
আমার অনন্ত ভালবাসায়,
তাই তো তোমার প্রতিচ্ছায়া এঁকে ফেলেছি
আমার অন্তর মহুনায়,
আমার ভালবাসায় তুমি আমাকে সাড়া দাও,
তোমাকে পরিপূর্ণ করে দিবো আমার ভালবাসায়।


হে ঝলমলে রোদ্দুর,
আমি কি তোমার ভালবাসা অবহেলা করতে পারি?
বসন্তের আগমনে তুমিই দিলে আমায় অনন্ত ভালবাসা!!!