ভালবাসা এমন একটি অনুভূতি
যা আবেগের মাধ্যমে প্রকাশ পায়।
পৃথিবীতে সবাই কমবেশি আবেগপ্রবণ,
এ আবেগের কারণে সে তার প্রিয়
বস্তুটিকে হারাতে চায় না।
একটি ছেলে তখনই একটি মেয়েকে
প্রাণের চেয়ে বেশি ভালবাসে
যখন তার আবেগ বলে দেয় যে,
মেয়েটিকে ছাড়া তার এক মূহুর্ত চলবে না।
কিন্তু এসব আমি মোটেও ভাবি না।
তাহলে কি আমি স্বার্থপর হয়ে গেছি?
দুজন দুজনকে ভালবাসা,
দুজন দুজনকে ঘৃনা করা,
একজন আরেকজনকে ভালবাসা,
একজন আরেকজনকে ঘৃনা করা,
এসবই আলো-আঁধার হয়ে
ভালবাসার তরীতে পাড়ি জমায়।
ভালবাসার মাঝি যেন পড়ে যায় দুর্বিপাকে।
কখনো নিসঙ্গ হয়ে আবার কখনো
দুসরা হয়ে তীরে তরী ভিড়ায়,
এ দুই অবস্থায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
কিন্তু এতেও আমি বিচলিত হইনি।
তাহলে কি আমি ভালবাসার পক্ষপাতি নই?
আমি যাকে ভালবাসি
সেও বলে তারও নাকি মন আছে.........
অন্যকে ভালবাসার, কাছে পাবার,
পরম সুখে থাকবার।
তার মতে, আমার ভালবাসা নাকি
তাকে না পাবার, না বলার
অতৃপ্ত মনের কথা আর
তাকে হারাবার কান্না।
যাকগে, এসব কথা আর নাই বা হলো আর,
তবে আমি এটা ভেবে খুশি যে
হয়ত কেউ আমাকে খুবই ভালবাসত
কিন্তু তার না বলা কথাগুলো
আমাকে বলতে পারেনি,
শুধু নিরবে কেঁদেছে আমারই মত,
আজ আমি তাকেই খুঁজে বেড়াচ্ছি।
পাব কি তার দেখা?
আমার জীবনে আছে তার অপূর্ণতার ছোঁয়া-
কে এই অপূর্ণতাকে পূর্ণ করে দেবে? .
এটাই আমার আবেগের কথা।