যে দিকে যাই দেখি
                কুলা দিয়ে উড়াচ্ছে ধান,
যে দিকে যাই শুনি
              বাংলার মন মাতানো গান,
গান শুনে মন আমার
               হয়েছে দিশাহারা এ প্রাণ।


যে দিকে যাই দেখি
             পাখির কূজনে মুখরিত দলে,
পদ্ম-শাপলা ফুটে আছে
           দীঘির টলমলে হাঁটুভরা জলে,
গোধুলী লগ্নে গরুর পাল
             লয়ে রাখাল ফিরে তার ছলে।
যে দিকে যাই দেখি
               কৃষক যে কাজ করছে মাঠে,
বয়ে যেন আনে তারা
                  নবান্ন উৎসব ঐ না ঘাটে।


দূর থেকে যেন শুনি
               সাগরের গর্জনের কলতান,
নদীর স্রোতে জেলেরা
           ধরেছে তীরহারা ঢেউয়ের গান,
কৃষাণী মাড়ায় যে ধান
            আনন্দে ভরে যায় তারও প্রাণ।


যে দিকে যাই দেখি
         সুজলা-সুফলা,শস্য-শ্যামলা মাঠ,
মনটা জুড়িয়ে আমি দেখি
           সবুজের সমারোহে বাংলার ঘাট।
আমি শুধু অনুভব করি
                বাংলায় রয়েছে কতটুকু সুখ,
প্রতিটি মুহূর্তেই চলছে
                        অবিরাম বাংলার মুখ।


রচনাকাল: ১৫/০৭/০৮