এ জীবন যেন মধুময় অতৃপ্ত আশার বালুচর
ক্ষণিকের আবির্ভাব ঘটে সময়ের মহাযাত্রায়,
কালাক্রমে বিবর্ণ হয় সভ্যতার নিশানা,
অন্তিম শয্যায় শায়িত হয় বিবেকের প্রান্তর,
জীবন্ত লাশও ছেঁয়ে যায় অশ্লীলতার শহরে।
ধিক্কার আর ভর্সনা হয়ে উঠে প্রতীক্ষ্যমান-
সু-সভ্যতা বিদায় নেয় অশ্লীলতার শহরে হতে,
কষাঘাতে লাঞ্ছিত হয় মনুষ্যত্বের দেয়াল,
কুলষিত হয় মানবতা, লুণ্ঠিত হয় আত্মসম্ভ্রম,
সত্যের জিহ্বায় ঠুকে দেয় বিষাক্ত পেরেক,
সত্যের অবগাহনে শুদ্ধ জীবন পায় ব্যর্থতা
পরাজিত হয় জীবন আজকের পৃথিবীতে।