চোখে মায়ার ছবি, হাসি উড়াই,
মেঘের ছায়ায় কাঞ্চন বন্ধন।
মনের আলোয়, মনকে মিলাই ,
ছিল মায়ার সুর, মনের আহবান।


আমার চোখেও মায়া ছিল,
প্রেমের রঙিন,
সুরের ছলে হাসির মুখোমুখি।
হৃদয়ে মায়ার বন্ধন ,
ভেসে যেত আমার প্রাণ।


আমার চোখেও মায়া ছিল,
সৃষ্টির অদ্ভুত রহস্য দেখা,
মেঘের সন্ধানে ভাসা মেঘবেলা,
শৈলেন্দ্রের মতো আমার চিত্র করা।
বৃষ্টির গানে ভরা আকাশ,
প্রেমের রঙে রঙানো আমার বাসা,
হৃদয়ে জ্বলে উত্সবের আলো,
স্বপ্নময় সুরের মধুর যাত্রা।


আমার চোখেও মায়া ছিল
সজীবতায় ঘেরা,
হাসির রোদে সেই চোখে
মুখর ছিল কোলাহলে ঘেরা ।
এখন সেই চোখে মায়া নেই,
মলিনতার আবরণ,
স্বপ্নের নীল আকাশ হারিয়েছে
কালের কারণ।


আমার চোখেও মায়া ছিল,
কে যেনো ছিনিয়েছে রঙ?
আমার চোখের আখরে,
ছিঁড়ে নিয়েছে হাসির দীপ্তি,
কেঁদেছি কত রাত জেগে।
আজ শুধু অশ্রুজলের বন্যা,
সুখের স্মৃতি ম্লান, বুঝি না কেন?
জীবনের এই কঠিন হল অভিধান।


আমার চোখেও মায়া ছিল,
কখনো মনে হয়-
এই অন্ধকার ভেঙে যাবে,
নতুন সূর্য উঠবে আকাশে,
একাকিত্ব শেষ হবে!
কিন্তু যেনো নিষ্ঠুর বিধি,
হাসে আমার দূর্ভাগ্য,
কোনো আশার আলো নেই,
শুধু দুঃখের সাগর,
ভেসে বেড়াই অন্ধকারে,
হারিয়েছি সব পথের সন্ধান।


আমার চোখেও মায়া ছিল
সজীবতায় ঘেরা, হায়!
সেই সুখের দিনগুলো কোথায়?
হারিয়ে গেছে ভেবে মন কাঁদে বেদনায়।
আমার চোখেও মায়া ছিল,
এক গভীর মায়া ছিল,
এ মায়ায় সবাই কেঁদেছে,
অথচ এ মায়াকে তুমি
অবহেলায় কুলষিত করেছো।


ইতি-
তোমার কাব্যিক