আমি যে কাব্যিক,
আমি যে কাব্যময়,
আমি যে শব্দময়,
আমি ছন্দহীন অনুভূতি।


আমি কাব্য পাঠক,
আমি সুশ্রাব্য বাহক,
আমি সভ্যতার কর্ণধার,
আমি ধ্বংসযজ্ঞ অসভ্যতার।


আমি কলম ও কবিতা,
আমি শব্দের পরিপূর্ণতা,
আমি সাদা কাগজ,
আমি কাগজের বর্ণনা।


আমি বাংলা সাহিত্য,
আমি বাংলার পদ্য,
আমি গোধূলি লগ্ন,
আমি লোহিত রক্তবর্ণ।


আমি বিষণ্ণ চিরকুট,
আমি শোকের চিত্রপট,
আমি যে অসহায়!
কলম ও কবিতার ভাঁজে,
আমি আছি তোমারই অপেক্ষায়।


ইতি-
তোমার কাব্যিক।
*****************************
উৎসর্গঃ প্রিয়তমেষুকে (স্বরবর্ণের ২য় বর্ণ যার)