চার দেয়ালে আবদ্ধ,
নিজ স্বজনদের প্রতি,
মোর মন-কুটিরে,
ভালবাসার কমতি ছিল না।
ছিল তীব্র ও প্রকট।
তবে মোর অন্তপুরে-
একটি শূণ্যতা,
গ্রাস করছিল মোরে,
তা ছিল গাড়ি বিহীন
একটি মাত্র শকট।
যা মোরে খাচ্ছিল-
কুরে কুরে।
অন্তহীন দিশা, অকূলে
জীবন-সঙ্গিনীর অনুসন্ধান,
ভিন্ন স্বাদের!
একটু ছোট্ট ভালবাসার
ছোট্ট নীড়ের তরে-
মোর অনিকেত অভিসার।


রচনাকাল: ১৩/০৭/২০১৮ ইং