প্রিয় অপরিচিতা,
অপরিচিতা হয়েও যে তুমি কত পরিচিতা!
তোমাকে না শোনার আগে জানতাম না,
তোমাকে কখনো দেখি নি, বুঝি নি!
তুমি যে কবিতা প্রিয় তা অনুভব করেছি,
তোমার কান্না শুনেছি, তোমাকে হাসতে শুনেছি!
আমার উপর অভিমান করে চলে যেতে দেখেছি।
কত টা অভিমান করলেই চলে যায় যায়?
আবারো তোমার মিষ্টি হাসি, অভিমানহীন জেনেছি,
অপরিচিতা! তোমার কথা না শুনলে মনে হয় আবেগহীন!
অথচ তুমি লুকিয়ে গেছো তোমার অস্তিত্ব, তোমার আকুতি,
তুমি এমন একটা অসুখে আক্রান্ত, ভাবছো এই পৃথিবীটা ভয়,
তবু তোমার বাঁচতে ইচ্ছে হয়, বন্ধুত্ব করতে ইচ্ছে হয়!
আমরা কি হয়ে গেছি পর? এসো, বন্ধুত্বে ভাসাব তোমার অঞ্চল,
হয়ত জীবন দিতে না পারি, ভালবাসা দিতে পারি নিশ্চয়ই।
অপরিচিতা, এটা বিশ্বাস করো, তোমার বন্ধুত্বকে নিয়ে আমাদের পথচলা,
আর পাশে থাকার আশ্বাসে হয়ত আমাদের কথা বলা।
বন্ধুত্ব মানে তোমার সুখে নিজেদের বিসর্জন।


ইতি-
তোমার বন্ধু,
কাব্যিক।