আকারে হয় দেহ, নিরাকারে আত্মা
দেহে প্রাণ, প্রাণে তে মনের সত্তা।
ভোগ-বিলাসে নিয়োজিত সদা প্রাণ
আধ্যাত্মিক দর্শনে খুঁজি মনের সন্ধান।
ভোগ-বিলাসে অপবিত্র হয় না দেহ
বৈধভাবে তা যদি অর্জন করে কেহ।
অাঁধার যতই ক্ষীণ থেকে গভীর হোক
দূরীভূত হবে আঁধার দেখে নূরের মুখ।
প্রভুর রাস্তাতে যে থাকে অকতোভয়
সে তো মনের আত্মশুদ্ধিতে পবিত্র হয়।
শুধু দেহ নয়, মন যখন কুলষিত হয়
আত্মা তখনই কুপথে পরিচালিত হয়।
আত্মাতে বিকশিত হয় যে তাঁর বুদ্ধি
মানুষকে সরল পথ দেখায় আত্মশুদ্ধি।


রচনাকাল: ১৬/০৮/২০১৭