অসহায় নিদারুণ কষ্টের পাহাড়ে সঞ্চিত আছে যে সুখ
সেই সুখের তাড়নায় ভুলে যাই আমি অতীত দুখ।
হাসি ভরা মুখের আড়ালে লুকিয়ে আছে কত যে দুখ !
কত যে নিশি কেটে গেছে তবুও আছে স্বপ্নভরা বুক।
সেই স্বপ্নেরই সাথী হয়ে এগিয়ে যাই অধ্যবসায় করে
সদা নিয়োজিত আছি খোদা তোমার হুকুমের পরে।
নিজের দুখ যেন নিজের কাছে বিশাল পাহাড় মনে হয়
পরের দুখকে অনুধাবন করলে বুঝি আমি দুখী নই।
হারানো সুখকে খোঁজে বেড়াই আমি কত স্মৃতির ভীড়ে!
মনকে তাই বেদনার রঙে সাজিয়েছি আমার কুটিরে।
আমার মনবাসনা করেছে অবস্থান আমার স্বপ্নকে ঘিরে
মনের মাধুরী দিয়ে গড়েছি স্বপ্ন আমার ছোট্ট নীড়ে।
এ বসুন্ধরায় ভাবছি- ‍আমি তো আজ নই যে এক অসুখী
সবার ভালবাসায় আমার চেয়ে কে আছে বেশি সুখী।


রচনাকাল: ১১/০৮/২০১৭