মসজিদের ঐ আযান ভেসে ভেসে আমার কানে আসছে
সুমধুর সুর করে কে যেন আমাকে তাঁর দিকে ডাকছে?
মন তো আর মানে না, ছুটে যাই আমি মসজিদে
আল্লাহর রহমতের প্রশান্তি এসে যায় আমার মধ্যে।


প্রতিনিয়ত মধুর আযান শুনতে চাই আমি ভাবনার ঘোরে
তাই তো আমি ছুটে যেতে চাই মসজিদে আযানের সুরে।
আযানের আল্লাহর কালাম বাজে আমার মনে মনে
মনে হয় কে যেন ডাকছে আমায় সালাতের আহ্ববানে?


আযানই তো জানিয়ে দেয় সালাতের সঠিক সময়
আযানের সাথে সাথে দুনিয়াটাও ক্রময়,
আযানের ঐ আহ্বাবান যেন যায় আরশের উপরে
বৃষ্টির ন্যায় রহমত বর্ষিত হয় আল্লাহর ঘরে।


আযানের আহ্ববানে যাই সালাতে, মিলিত হই একসাথে
দ্বন্দ্ব,হিংসা-বিদ্বেষ যেন থাকে না আমাদের মনের মাঝে
ভ্রাতৃত্ব স্থাপন হয়ে আমরা সবাই দাঁড়াই একই কাতারে
আল্লাহ নিয়ামত দান করছে আমাদের জীবন মাজারে।


মসজিদের ঐ আযান সমগ্র বিশ্বে ভেসে ভেসে যাচ্ছে
সুমধুর সুর করে কে যেন সবাইকে তাঁর দিকে ডাকছে?
হে আল্লাহ, আমার কবর যেন হয় গো মসজিদেরই পাশে
যেন আযানের আহ্ববান আমার কানে আসে প্রতি দিবসে।


রচনাকাল: ১৫/০৬/০৯