বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার মান,
বাংলা ভাষার জন্য আমি
দিতে পারি জান।


বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার গান,
রফিক, শফিক, সালাম, বরকত
দিয়েছে অকাতরে প্রাণ।


বাংলা আমার সুষমা-ধারা
দেখলেই হই আপন-হারা,
মায়ের কাছে শেখা বুলি
বাংলা আমার জীবন-অলি।


বাংলা আমার পরশমনি
বাংলা আমার সোনারখনি,
বাংলার তরে যারা দিয়েছে প্রাণ
তাদের জানাই হাজারও সম্মান।


বাংলা আমার পূবেলা-বাতাস
বাংলা আমার শতদল,
বাংলা আমার হৃদয়কে
করেছে সু-শীতল।


বাংলা আমার জীবনসাথি
বাংলা আমার কোমল বাতি,
বাংলার মাটি খুবই খাঁটি
বাংলা আমার শীতলপাটি।


বাংলা আমার আনন্দ মেলা
বাংলায় দেখেছেি ভাই রূপের খেলা,
বাংলা যে ভাই রূপের পরী
বাংলা আমার সোনার তরী।


বাংলা আমার তৃণের ছায়া
বাংলায় আছে কত মায়া!!
বাংলা আমার আলোর খেল
বাংলায় হাসে দিনের বেল।


বাংলা আমার মুখের বচন
বাংলা আমার সুখের বসন,
বাংলা আমার ভুবনময়
বাংলাই করেছে ভুবন জয়।


বাংলা আমার রাখালের বাঁশি
বাংলা আমার শঙ্খচিল,
বাংলা আমার লক্ষীপেঁচা
বাংলা আমার বিল-ঝিল।


বাংলা আমার চির সবুজ
বাংলায় আমি হয়েছি অবুঝ,
বাংলা আমার লোহিত ঊষা
নদীতে বয়ে চলে ডিঙি-কোসা।


বাংলা আমার ছেঁড়া পাল
বাংলা আমার জেলের জাল,
বাংলা আমার কাশফুল
বাংলা আমার ঝিঙে ফুল।


বাংলা আমার ভালবাসা
বাংলা আমার প্রাণ,
হৃদয়পটে একটি ছবি আঁকা
লাল-সবুজের পতাকা।


রচনাকাল:২৭/১২/০৮