লোকগান মোরে জুরিয়ে দেয় প্রাণ
                           এ গান ম্লাণ নয় যেন,
গানের জগতে আসলেই স্বর্গীয় দান।


সুরের জগতে শ্রেষ্ঠ মোদের লোকগান
                            এ গান রেখেছে যেন,
লোকগানের সনে বাংলা মানুষের মান।


মনমাঝির সুরের আচ্ছাদানে লোকগান
                          মনমাঝিতে বাজে যেন,
দিশাহারা এ প্রাণে স্পন্দিত মহুয়ার গান।


লোকগান মোরে ভুলিয়ে দেয় অভিমান
                             একতারা হাতে যেন,
বাউলের সুরেই লোকগানের আবহমান।


বাংলার লোকগান যেন বাঙ্গালীর মান
                             বাংলার ঢোলে যেন,
বাজেরে ভাটিয়ালী-লালন-মোর্শেদী গান।


বিচিত্র রূপে সজ্জিত মোদের লোকগান
                           প্রকৃতিতে আছে যেন,
সুরেলা মঞ্চে মিশে যায়রে সু-মধুর গান।


রচনাকাল:২২/০৩/০৯