আমি হতে পারলাম না ইঞ্জিনিয়ার-ডাক্তার-অফিসার
তাই বলে কি হতাশাকে বরণ করব বার বার?
বন্ধুরা যখন থাকবে উচ্চশিক্ষার উচ্চ পজিশনে
আমি না হয় থাকব সংগ্রামের কঠিন অবস্থানে।
উচ্চ শিক্ষিত বন্ধুরা সময়ের চাপে ভুলে যাবে বন্ধুত্ব
আমি না হয় আনব ডেকে বন্ধুদের স্মৃতিতে নবীণত্ব।
কোর্ট-টাই পরা বন্ধুরা সময় দিতে পারবে না আমায়
আমি না হয় বন্ধুদের জন্য থাকব তাদের অপেক্ষায়।
যদি বন্ধুরা তাদের মান-মর্যাদার ভয়ে নিবে না মোরে
আমি নাই বা হলাম উচ্চশিক্ষিত আমার জীবনের তরে।
আমি তাদের ভুলব না থাকি যদি শত ব্যস্ততারও পরে
কারণ শুধু শিক্ষা দিয়ে বন্ধুত্ব মাপা যায় না জীবন ঘরে।


রচনাকাল: ২৬/০৯/২০১৭