রণজিৎ মাইতি -এর কবিতা কা ন্না কবিতার প্রথম দুইটি লাইনের তাৎপর্য অনেকটা গবেষণাধর্মী। সব কান্নাকে একই সমভুক্ত করা যায় না। কান্নাকে তিনি ভেতর থেকে তুলে ধরেছেন। যেমন মায়াকান্না আর হৃদয় ব্যথিত কান্না এক নয়। কখনো মানুষ সুখের আবেগে কাঁদে। কখনো স্মৃতিতে। কবিতাটি পড়ে আমি আবেগাপ্লুত।
আমি আমার কবিতা "পাহাড়ের কান্না" রণজিৎ মাইতিকে উৎসর্গ করলাম।


http://www.bangla-kobita.com/anisurrahman/paharer-kanna/