আমি চাই না দালানকোঠা, চাই কুঁড়ে ঘর
ছনের ছাউনি পাতার ফাঁকে চাঁদের প্রহর,
নয়া বধুর চরণে চলে ঢেঁকিতে প্রহার
হাসিমুখে আপ্যায়নে সবার আহার।


আমি চাই না সুইমিংপুল, চাই ব্রহ্মপুত্র নদ
সাঁতারে দামাল ছেলেরা স্রোতকে করেছে বধ,
নদের ধারের কাশফুল মলয়ে দোলে যায়
নায়ের সারি বাধা আছে নদের কূলটায়।


আমি চাই না গাড়ি, চাই পালকির গান
নাইওরে জুরাইছে যেন নয়া বধুর প্রাণ,
ইস্টিকুটুম এলে চলে গীতের ধুম
গাঁয়ের চাঁদের আলোয় পরেছে ঘুম।


আমি ইটের কবর চাই না, চাই মাটিরই কবর
শহুরে সভ্য হতে নয়, চাই না অভিজাত ঘর,
আমি গেঁয়ো হতে চাই আমার গাঁয়েরই পর-
ছনের ছাউনিতে কাটে আমার প্রতিটি প্রহর।