আপন মনে জ্যৈষ্ঠ মাসে
              এসেছে শুভ হালখাতা।
নতুন রূপে সেজেছে যেন
                        শুভ হালখাতা।
শান্তি করে খাব খাবার
              এ যেন বাংলার বাহার।
হালখাতা পাই না,
                      মন ধরে বায়না।
যদি পেয়ে যাই-
                  আমি গপাগপ খাই।
আমি হালখাতা চাই
          আমার খাওয়ার জুড়ি নাই।
যদি না পাই-
                  কপাল আমার ছাই।
খাব আমি মন্ডা-মিঠাই,
                       খাব আমি দই।
বিপনীরা কষছে যেন
                        হিসেবের বই।
নববর্ষকে কেন্দ্র করে
                   শুরু হয় হালখাতা।
হিসেবখানি আছে যেন
            নববর্ষের পাতায় পাতায়।
হালখাতা চাই,
চল,হালখাতার উৎসবে হারিয়ে যাই।


রচনাকালঃ ৩০/০৬/০৫