হে তরুণ, জেগে উঠো, তোমরা জেগে উঠো
            এই জাগা তো সেই জাগা নয়,
            জাগতে হবে চঞ্চল‌তার সাথে
            রুখতে হবে শত-শত প্রতিঘাত,
            এটাই তো হবে তোমাদের আত্মবিশ্বাস।


হে তরুণ, জেগে উঠো, তোমরা জেগে উঠো
           অশান্তি দূর করো সমাজ থেকে,
           বয়ে আনো চিরকল্যাণকর শান্তি
           গড়ে তোল তোমরা প্রীতির বন্ধন,
           এটাই তো হবে তোমাদের আত্মবিশ্বাস।


হে তরুণ, জেগে উঠো, তোমরা জেগে উঠো
           বেদুইনের মতো এগিয়ে যাও,
           বাধা-বিপত্তি তুচ্ছ মনে করো
           সংগ্রামের পথে পাড়ি জমাও,
           খোঁজে আনো অপার রহস্য
           এটাই তো হবে তোমাদের আত্মবিশ্বাস।


হে তরুণ, জেগে উঠো, তোমরা জেগে উঠো
            তোমাদের আছে দৃঢ় প্রত্যয়,
            তোমরা দেশকে গড়ে তুলবে
            রাখতে পারবে সজীব ও প্রাণবন্ত,
           এটাই তো হবে তোমাদের আত্মবিশ্বাস।

হে তরুণ, জেগে উঠো, তোমরা জেগে উঠো
            ধ্বংসনীলার হাত থেকে বাঁচাও পৃথিবী,
            দূর করো সমাজ থেকে দুঃখ-বেদনা-ক্লেশ
            গড়ে তোল মানুষের মাঝে মৈত্রীর সমাবেশ,
            এটাই তো হবে তোমাদের আত্মবিশ্বাস।
            
রচনাকাল: ৩০/০১/০৮


https://www.poemhunter.com/poem/awake-up-you-awake-up/