ভাবি নি কোনদিন
আমার  আশা হবে পূরণ
ঝড়ে ভেঙ্গে গেল আশার তরী,
তবুও লন্ঠনের আলো নিভে নি।
দপদপ করে জ্বলছে,
জেগে ওঠতে বলছে,
তবুও জাগতে ইচ্ছা হয়নি।
দমকা হাওয়ায় নিভু-নিভু আলো-
এক মহৎ ব্যক্তি এসে
আলোটাকে দু'হাতে আগলে ধরল।
কে তুমি ভাই, এ সময়ে হায়!
কি দিয়ে করব সমাদর?
তরী তো আর নাই।
"জিজ্ঞেস যখন করলেই
তবে বলছি’-“আমি অনুপ্রেরণা হয়েই
আলোটাকে জ্বালাতে এসেছি,
জেগে ওঠবে নাকি ভাই?"


তাই তো জেগে ওঠেছি।


রচনাকাল: ১২/০৭/২০১৫ ইং