সময়টা বড় অপেক্ষাহীন,
আমি যদি সময়ের মতো করে ভাবতাম
তাহলে হয়ত অপেক্ষার প্রহরটা দীর্ঘায়িত হতো না।
পরক্ষণে এটা মনে হয়,
অনন্তকালের অপেক্ষাও সময়ের বাইরে কিছু না।


জীবনটা নিজের,
নিজের মতো করে ভাবতে হয়,
জীবনটাকে উপলব্ধি করতে হয়,
তাই নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হয়,
তা না হলে সারা জীবন আফসোস করতে হয়।


আমরা মানুষ বড়ই অদ্ভুত!
আবেগের মহড়ায় সত্যকে উপেক্ষা করে শুধু কষ্ট বাড়াই,
জীবনটা কোন খেলাঘর নয়,
তাই তো অপ্রিয় সত্যেও গ্রহণ করতে হয়।