ইসলামের উজ্জ্বল ভাবাদর্শ হলো ন্যায়বিচার
ন্যায়ের তরে ইসলামে বিজয় প্রতিষ্ঠিত হয়েছে বারবার।
ইসলামের ন্যায়বিচার বয়ে এনেছে কল্যাণ,
ইসলামের ন্যায়বিচার হলো ইবাদতের দান।
পৃথিবীর বুকে মহানবী (সাঃ) ছিলেন শ্রেষ্ঠ ন্যায়বিচারক,
ন্যায়বিচারে তিনি ছিলেন সর্বোত্তম বার্তাবাহক।
তিনি বলেছেন," কসম আল্লাহর,
আমি হাত কেটে দেব আমার কন্যার,
যদি সে অপরাদও হয় চুরি করার।"
আল্লাহ বলেন,"হে বিশ্বাসীগণ, অবিচল থাকো ন্যায় সাক্ষ্যদানে ।
কখনো পরিত্যাগ করো না ন্যায়বিচার কোন কারণে।"
আমি মুসলিম,  ইসলামকে ভালোবাসি
তাই তো মোরা শান্তির বার্তা বয়ে নিয়ে আসি।
আল্লাহ তাদেরকে ভালবাসে যারা ন্যায়ের ধারক,
আল্লাহ তা'আলা হলেন মহাবিশ্বের শ্রেষ্ঠ ন্যায়বিচারক।


https://www.poemhunter.com/poem/justice-of-islam/


রচনাকাল: ১৭/০১/২০১৬ ইং