জীবনের তরে নিয়তির টানে
কেটে যায় ভালবাসার গানে।
অতীত স্মৃতি কাঁদায় মোরে,  
ভালবাসা চাই তার তরে।
আছি জাহাজে,পাটাতনে বসে
জলে তার অস্পষ্ট ছবি ভাসে
জলে ঝাপিয়ে দেখি শুধু তারে,
রয়েছে সে নীল তিমির উপরে।
নির্জন-নিরালা, নিঝঝুম রজনী
পুলকিত পাবনে মোর হর্ষধ্বনি
পদদলিত হয়ে কাঁদে কাব্যখনি,
এভাবে নিয়ে চলি জীবনের গ্লানি।
সেথায় ঘিরে আসে প্রেমের গান
যেথায় আছে মোর কাব্যের প্রাণ।


রচনাকাল: ২৮/০১/২০১৮ ইং