চারদিকে বাড়ছে শুধু ভয়
এসব কাটিয়ে ওঠে কে করবে জয়?
তোমাদের মধ্যে এমন কারা আছে?
যারা সৃষ্টি করতে পারে অভিন্ন হৃদয়।


বাড়ছে কত অহংকার! বাড়ছে কত হিংসা-বিদ্বেষ!!
কে করবে শেষ এসব হিংসা-বিদ্বেষ?
সৃষ্টির সেরা জীব এমন কেন হয়?
এসব পেরিয়ে কে করবে জয়?


কে এনে দিতে পারে স্বর্গীয় সুধা?
কে বা পৌঁছে দিবে অমর বাণী?
স্বর্গীয় সুধা পান করে কে ফুটাবে ফুল?
                               ধরণীর এই ধূলীতে,
অমর বাণী শ্রবণ করে কে দূর করবে?
                             তার মরণের কালিতে।


জ্ঞানের বাতি উজ্জ্বল করে কে শিখাবে?
                    সাধনার দিব্য সফল।
কে জ্ঞান অনুসন্ধানে পাড়ি দিবে জ্ঞানের সাগর?
কে করতে পারবে দুঃখ-দৈন্যকে করে জয়?
কে এনে দিবে মোদের মাঝে সেই কাঙ্খিত বিজয়?


রচনাকাল: ০৫/০৮/০৭