বিশ্বাসে প্রভুর দর্শন মিলে
যদি ডাক তারে নেক দিলে।


সৃষ্টিকর্তার পরেই মানুষের স্থান
মা হলো সৃষ্টিকর্তার নিয়ামতের দান।


আল্লাহর পথে রাস্তার ময়লাতেও নেই ভয়
মানুষ তো মনের ময়লাতেই অপবিত্র হয়।


যেটা পরিবর্তনশীল
তার পক্ষে বলো-চলো পাল্টাই
যেটা চিরচারিত সত্য
তার পক্ষে বলো-চলো রুখে দাঁড়াই।


কিয়ামতে সব ধ্বংস হয়ে
থাকবে শুধু শূণ্যের রেশ,
শুধুই শূণ্য হলো!
শূণ্যের কেন হলো না শেষ?


অনুপ্রেরণা: মাওলানা জালাল উদ্দীন রুমি।


রচনাকাল: ২৫/০৭/২০১৭