জীবনানন্দ দাস, তুমি আমার কবিতার অভিলাষ
তোমারই অনুপ্রাণিত হয়ে কবিতাতে লিখছি আমি
                             রূপসী গ্রাম-বাংলার ইতিহাস।
রবীন্দ্রনাথ, তুমি আমার কল্পনায় হয়েছো রাজ
তোমারই লেখা গীতি-মালঞ্চ ধারাতে এ ধরায়
                                    খ্যাতিমান হয়েছি আজ।
কাজী নজরুল, তুমি আমার জীবন কথার আশির্বাদ
তোমারই মহিমায় মুগ্ধ হয়ে এ সবুজ বাংলার মাঝে
                  মহানুভব হতে চাই সকাল থেকে রাত।
জীবনানন্দ দাস তোমারই রূপসী বাংলা
রবীন্দ্রনাথ ঠাকুর তোমারই সোনার বাংলা
কাজী নজরুল ইসলাম তোমারই বাংলাদেশ।
আমাকে দিয়েছে দিগন্তজোড়া মাঠ,
পাল তোলা নায়ের সুভামন্ডিত নদীর ঘাট,
নদীর স্রোতে ভাসছে আমার কবিত্বের অবকাশ।
কবিত্ব আমাকে শিক্ষা দেয় যে-
                          দূর্গম পথে হেঁটে যেতে
                          অতীতে তোমাদের মতো।
তোমরা আমার চলার পথের দিশারী
                    সত্য, সংগ্রামে হব না পিছু পা
                             তোমাদের আদর্শ ধরি।
তোমরা আমার জীবন-সীমান্তের এক বিশাল আলোড়ন
আমার এই কবিত্ব তোমাদের অদৃশ্য অনুপ্রেরণার জন্য
                               হয়ে আছে সুমধুর-সমুজ্জ্বল।
তোমাদের গুণগান করা যেন হয় আমারই কাজ
তোমাদের অনুপ্রাণিত হয়ে কবিতা লিখছি আজ।
                          করছি তোমাদের বন্দনা,
তোমাদের তরেই তো করছি আমি কবিত্বের ঘোষণা।


রচনাকাল: ১৯/০১/০৮