বিন্দু থেকে সিন্ধু
অসভ্যতা থেকে সভ্যতায়,
অনার্য থেকে আর্য,
সবই কি অভিন্ন মানবতায়?


জিউস থেকে প্রমিথিউস
ট্রয় থেকে ধ্বংসলীলায়,
অশুর থেকে দেবতা,
যুদ্ধ কি শ্রেয় আত্মরক্ষায়?


প্রথম থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ
হিরোশিমা থেকে নাগাশাকি তাই,
পরমাণু থেকে অণু,
বিস্ফোরণে কি লাভ হলো ভাই?


দেহ থেকে মন
প্রাণ থেকে আত্মায়,
পশুত্ব থেকে মনুষ্যত্ব,
সবই কি স্তব্ধ কাপুরুষতায়?


জীবন থেকে মরণ
মন্দ থেকে উত্তমতায়,
অস্বস্তি থেকে স্বস্তি,
জীবন কি চলে শুধু নিয়মেই?


রচনাকাল: ২৫/০২/২০১৮ ইং