মনের গহীনে লুকিয়ে রয়
না বলা ভাষা,
চিৎকার করে বলতে গেলেও
মিটে না আশা।
ভালবাসার তরীকে সাজাই
রংধনুর সাত রঙে,
তবুও ভালবাসা নিঃশেষ হয়ে
যায় যে ভেঙে।
কাঁদতে গিয়েও তবুও চিৎকার
যে আসে না,
সত্যিকারের সকল প্রেম আজ
অবজ্ঞা ছাড়া কিছুনা।
সন্দেহ আর অবিশ্বাসে মরি
যেন শতশত বার,
এ সময়ে দুজনারই যেন
সমঝোতা দরকার।
অথচ ভালবাসা শুরু না হতেই
ভেঙে গেল হায়!
মনের পাখি উড়াল দেয় যে
এমন মিথ্যা ভালবাসায়।
তাই তো মানে নাকো মনে
কোন যে বাঁধ,
মনের মাঝে চিৎকার করি
এ যেন মোর নিস্তব্ধ আর্তনাদ।