এগিয়ে যাবার ক্ষুদ্র প্রত্যাশায়
শাপদসংকুল এ পথে,
দ্বিধাহীন চিত্তেও ভ্রমণ করে-
যেন এক অনিশ্চিয়তাই।
ফেলে যাবার এ তীব্রতায়
থাকিনি বসে অন্তপুরে,
জিগাংসার অকৃতকার্যতা-
যেন এক কৃষ্ণগভীরতাই।
অনন্তকাল বা ক্ষণের তাড়নায়
স্বার্থপরে ছুটে চলা,
তবুও স্বার্থ টিকে না-
যেন এক অপরিপূর্ণতাই।
কর্মহীন নতুবা কর্মের অভিপ্রায়
শান্তিতে বাস করা,
শান্তি যে কোথায় রয়েছে?
যেন এক অনিশ্চিয়তাই।


রচনাকাল: ০৫/০২/২০১৮ ইং