আমি কবি হব না
       হব না আমি শিল্পি,
       হব আমি প্রতিকার
করতে চাই আমি
       পরের উপকার।


আমি কষ্ট হব না
        হব না আমি ধ্বংস,
        হব আমি সৃষ্টি
আকাশ থেকে নামাতে চাই আমি
        প্রত্যাশিত বৃষ্টি।


আমি হব না দানব
         হব না আমি মিথ্যা অনুভব,
         হব আমি উত্তম মানব
মানুষের কল্যাণে মোর প্রাণ
         করব দান।  


আমি চাই না ধন-দৌলত
         চাই না আমি হিরা-জহরত,
         চাই শুধু মান-সম্মান
কেউ যেন করতে না পারে
         মোরে অপমান।  


আমি হব না অজয়
         হব না আমি ভয়,
         হব আমি বিজয়
বন্দির শিকল ছিঁড়ে
          করব জয়।    


আমি হব না ক্ষয়
        হব না আমি ছন্দহীন লয়,
        হব আমি অক্ষয়
মায়ের কোলে ঘুমাতে চাই আমি
         শেষটি সময়।


আমি হব না কোন অভিশাপ
         হব না আমি অনুতাপ,
         হব আমি মাহতাব
মোর প্রভাতে যেন থাকে না
         একবিন্দু পাপ।


আমি হব না গরমিলের হিসাব-নিকাশ
           হব না আমি দুঃখীর দীর্ঘশ্বাস,
           হব আমি বিকাশ
সুখী মানুষের গানে গানে
           কাটাব অবকাশ।


আমি হব না আবদ্ধ বন্দিশালার ঘরে
           হব না আমি পরাজিত এই আসরে,
           হব আমি স্বাধীন মাের তরে
অবশেষে সবাইকে এ কথা বলে যাই
           ভুলনা মোরে।
        


রচনাকাল: ২৩/০৫/০৯