কবি শুধু ব্যকরণবিদ নয় কি বলে?
কবিতা কোন না কোন ছন্দ মেনে চলে।
কবিই সৃষ্টিশীলতার একজন বার্তাবাহক,
কবিতা কবির মনের বহিঃপ্রকাশের ধারক।
কবি শুধু লেখক নন, একজন শিল্পিও বটে;
কবিতা শুধু সাহিত্য নয়, এতে শিল্পের প্রসার ঘটে।
কবি হলো কাব্যের পথপ্রদর্শক,
কবিতা হলো রেঁনেসার আজন্ম বাহক।
কবি হচ্ছে কবিতার উত্তম লেখক,
কবিতা হচ্ছে কবির শ্রেষ্ঠ সৃষ্টিকারক।

https://www.poemhunter.com/poem/poet-and-poetry-4/


রচনাকালঃ ২০/০৩/২০১৬ ইং