এই দেশেতে থাকব না আমি
                থাকবে আমার গীতি,
ভালবাসার বন্ধন জুড়ে
                 থাকবে কিছু স্মৃতি।
এই দেশের মায়া-মমতা
                  মনে আমার গাঁথা,
কবিতাতে লিখছি আমি
              রূপময় প্রকৃতির কথা।


প্রকৃতির সাথে ভাব যেন
                      কত না মধুময়,
জীবনটাকে টানে শুধু
                    বৈচিত্রের রূপময়।
প্রকৃতিতে বদল হয় রূপ
                       বদল হয় গান,
প্রকৃতির মাঝে জেগে ওঠে
                     সজীবতার প্রাণ।


প্রকৃতি যেন জাগায় মোদের
                    প্রকৃতি করে দান,
সৌন্দর্য্যের অপরূপে যেন
                    নাইকো অভিমান।
প্রকৃতির সাথে মিশে
                   মনটা হয় কোমল,
প্রকৃতিতে ফুটে আছে
                    শত-শত শতদল।


প্রকৃতিতে বয়ছে নির্মল বায়ু
                 দখিনা প্রান্তর পানে,
প্রকৃতি স্পন্দিত হচ্ছে
                 পুষ্পের আচ্ছাদানে।
কবিতাটি প্রাণবন্ত হবে
                প্রকৃতির তাঁজা প্রাণে,
প্রকৃতির কথা বলছি আমি
                সুরেলা মঞ্চের গানে।


রচনাকাল:২৮/০১/০৯