রৌদ্রতাপে মাটি ফেটে হয় চৌচির
রৌদ্রের দাবানলে পুড়ে হয় কয়লা
রৌদ্রের মতো পুড়াও সব অপকর্ম,
বাজাও ধ্বংস-নিশান, প্রলয়-বিষাণ
থাকে না যেন হিংসা-বিদ্বেষ
                   দুঃখ-বেদনা-ক্লেশ,
সূর্যের কাছে আলো নিয়ে
             অন্ধকারকে করো শেষ।


রৌদ্রতাপে বাজাও আমৃত্যু বাজনা
যেন না থাকে সবকিছুর অবশেষ
রৌদ্রের কাছে শপথ করো-
মিথ্যার জুলুমকে করে দিবে শেষ।
কথা দাও রৌদ্রকে-
গড়ে তুলবে প্রীতির আবেশ।


মেঘের মতো গর্জে ওঠো-
তোমার সততা ও কাজে,
কালোমেঘের কালবৈশাখির মতো
মত্ত-মাতাল হও, দাও ঝড়-ঝাপটা
মেঘের গর্জনে ফুঁসে ওঠো
         যেন শুরু হয় বনু উদ্দামতা,
কখনো শীতল হয়ে নামাও বারিধারা।


বিদ্যুৎ চমকানোর মতো-
বজ্রপাতের শাণিত তরবার
দুস্তর-দূর্গম, গিরি-পর্বত
জয় করো গো বারবার।
বজ্র খঞ্জর দিয়ে দূর করো
তিমির-রাত্রি, আঁধার-অন্ধকার।


রৌদ্র-মেঘ-বিদ্যুৎ
যেন বিদ্রোহীর নব উদ্দীপনার
         মোর আহ্ববানে দূর্বার।


রচনাকাল:০২/০২/০৯