বায়ান্ন! এটাই তো রক্তঝরা দিন
বায়ান্ন! তোমার মর্যাদা তো অমলিন
রফিক, শফিক, বরকত!
         তোমরা বাংলা ভাষার অধীন,
তোমাদের জন্যই তো উৎযাপন করি
                বাংলা ভাষার জন্মদিন।
রক্তঝরা এই দিনে! তোমরা উৎসর্গ করেছ
             তোমাদের তর তাঁজা প্রাণ,
ভেদাভেদ ভুলে সাম্যের পথে
           তোমরা গেয়েছিলে জয়গান।
রক্ত আর রক্ত! বয়ে চলছে যেন আজও
প্রবাহিত নদীর মতো জীবন করে দান।


একাত্তর! তুমিও তো রক্তঝরা দিন
রক্তঝরা এই দিনে! তিরিশ লক্ষ!
    মানুষের প্রাণ হয়েছিল সমাধিন।
রক্তের খেলা! খেলেছিল যারা
তারা শেষ হয়েছিল একদিন,
           রক্তঝরা একাত্তরের দিন।
মুসলমান-হিন্দু, খ্রিস্টান-বৌদ্ধ
কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করে
           রক্তঝরা একাত্তরের দিন।
এক সাগর রক্তের বিনিময়ে
          বাংলাদেশ হয়েছে স্বাধীন।


শহীদের রক্তে গড়া স্মৃতিস্তম্ভদ্বয়
মনে করিয়ে দেয়-
তোমাদের মৃত্যু হবে না আর কোনদিন।
তোমরা কিসের জন্য অমর-সমুজ্জ্বল
    এর উত্তরই হবে রক্তঝরা দিন।
রক্তঝরা দিনগুলির কথা!
                 ভুলব না আর কোনদিন।


রচনাকাল: ১৩/০২/০৯
অনুপ্রেরণায়: জাহানারা ইমাম।