২৫ মার্চ রাত, ঘুমন্ত মানুষ!
হানাদাররা ঝাঁপিয়ে পড়ল-
                       এদেশের মানুষের ওপর,
সেই দিনই জাগে বাংলার মানুষের মনে
                                   অসীম সাহস।
আকস্মিক আক্রমণ!
             কেউ বা পালিয়ে যায় ডরে
কেউ বা থাকে বাংলা মাটিতে
                        এই মাটিকে ভালবেসে।
বাংলার মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়
শত্রুদের তাড়াবে এদেশ থেকে,
শুরু হয় স্বাধীনতার সংগ্রাম!
কত নারী-পুরুষ নিপীড়িত হলো এ বাংলায়!
তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে
পেয়েছি লাল-সবুজের পতাকা
                                পেয়েছি বাংলা,
ছিনিয়ে এনেছি স্বাধীনতা।
১৬ ডিসেম্বর, বিজয় বরণ দিন!
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে-
                    এদেশকে করেছি স্বাধীন।
মোর দেশ হোক মহামানিত্ব, থাক দূরে অজয়
দেশের তরে মোরা করেছি স্বাধীনতার বিজয়।


রচনাকাল: ২৫/০১/০৮