জীবনের শেষ বেলা গনিয়ে এসেছে বুঝি আজি
যেতে হবে শূণ্য হাতে তবুও আমি হয়েছি রাজী,
মাঝে মাঝে মনের চাওয়াগুলো ছড়াই বারবার
পূরণ হয়নি একটিও, কাটে না মোর প্রহর আর।
মোর একটু আশা রয়ে যায় স্তব্ধ-নিরবে-নিরবে
সুকান্তের মতোই মোর কবিতা ছাপিনি কলরবে,
যাওয়ারও বেলায় বলে যাইরে ওরে ছোট ভাই-
মোর কাব্যগুলো ছাপিয়ে দিস সাহিত্য দরিয়ায়।
মোর সন্তানেরা এই কথা জানতে যেন না পায়
তাদের পিতা চলে গেছে শূণ্য রেখে দরিদ্রতায়।
মোর সন্তানেরা এই কথা যে জানতে যেন পায়
তাদের তরে রেখে গেছি স্বপ্ন; শিল্পের ছোঁয়ায়।
এসেছে মোর সহকামিনী,ডাকছে মোরে যেথায়
এই তো আমি! যাচ্ছি চলে তোমারই ঠিকানায়।
ওহে মোর ছোট ভাই,কথা দে আমায় এ বেলায়-
আমার পরেও কাব্যগুলো রাখিস সাহিত্য দরিয়ায়,
পূর্ণিমার চাঁদ ছিল ঝলসানো রুটি সুকান্তের কথায়
জীবনের শেষ আশা পূরণ করিস ও মোর ছোটভাই।


রচনাকাল: ০১/১২/২০১৭