সংগ্রাম করো-মিথ্যাবাদির বিরুদ্ধে
যারা মিথ‌্যাকে সত্য করে,
সংগ্রাম করো-জুলুমের বিরুদ্ধে
যারা দূর্বলকে অত্যাচার করে।
সংগ্রাম করো-প্রতিকূলতার সাথে
বাধাকে দূর করো কাজে,
সংগ্রাম করো-নিজের কুপ্রভৃত্তির বিরুদ্ধে
অজ্ঞতার অন্ধকারকে মুছে দাও।
সংগ্রাম করো-দেশদ্রোহীর বিরুদ্ধে
যারা দেশের মান ক্ষুন্ন করে,
সংগ্রাম করো-মরণের সাথে
মরণকে জয় করো তোমাতে।
সংগ্রাম করো-অন্যায়ের বিরুদ্ধে
রুখে দাঁড়াও সমাজের বুকে,
সংগ্রাম করো-দু:খের সাথে
আসবে সুখ তোমার মাঝে।
সংগ্রাম করো, সংগ্রাম করো, সংগ্রাম করো
জীবন তোমার যতক্ষণ আছে।


রচনাকাল:০১/০১/০৬