বৃদ্ধাশ্রম থেকে মোরা,


জীবন সীমান্তের শেষ প্রান্তে দাঁড়িয়ে বাস্তবতা দেখেছো নিশ্চয়ই, অপরাজিতা।
নিশ্চয়ই! এক কঠিন সীমাবদ্ধতায় মোরা নিমজ্জিত,
সকল মায়া থেকে বঞ্চিত, অথচ একটি মাত্র অনুভূতি,
শুধু গল্প দুটি ভিন্ন! দুটি গল্পের একটি মাত্র অনুভূতি।


ঠিকই ধরেছো আনিছ, যাদের তরে মোদের এই ত্যাগ,
তারাই আজ নির্মমতার উপহার দিয়ে গেল-
জীবন সীমান্তের শেষ প্রান্তে মায়ার বিনিময়ে; রয়ে যায় সব স্মৃতির ব্যবধানে,
শুধু গল্প দুটি ভিন্ন! দুটি গল্পের একটি মাত্র অনুভূতি।


মনে কি পড়ে তোমার, অপরাজিতা?
বাদলা দিনে কদম ফুলে আচ্ছাদিত তরুতে,
ছিল মোদের জীবন ও যৌবনের একটি আকুলতা,
অথচ আজ নিশ্চুপ-নিশব্দ আর নির্জন-নিরালায়,
নিরবে চলে গেছে মোদের জীবনের সকল অভিপ্রায়।
শুধু গল্প দুটি ভিন্ন! দুটি গল্পের একটি মাত্র অনুভূতি।


যাদের তরে মোদের এই ভালবাসা!
আজ মিথ্যা হয়ে গেছে! যেন তারা মনে করে
দায়িত্বের বেড়াজালে আবদ্ধ মোরা,
ভালবাসা এখনে অর্থহীন!
সময়েই বদলে গেছে তারা, দিয়ে গেল শূণ্যতা
অথচ মোরা ভাবিনি এমনটাই হবে মোদের প্রাপ্যতা।
শুধু গল্প দুটি ভিন্ন! দুটি গল্পের একটি মাত্র অনুভূতি।


জানো আনিছ, মোদের স্মৃতিগুলো! বারবার পড়ছে মনে,
তাদের সাথে কাটানো সময়গুলো, জীবনের সব অধ্যায়, মিটিয়েছি তাদের সব অভিপ্রায়।
অথচ জীবন সীমান্তের শেষ প্রান্তে দাঁড়িয়ে মোদের শেষ অভিপ্রায়টুকু অপূর্ণতায় ঘেরা!
শুধু গল্প দুটি ভিন্ন! দুটি গল্পের একটি মাত্র অনুভূতি।


জানি অপরাজিতা, এটা তোমার বৃথা, আর নিশ্ফল আকুলতা,
কঠিন মূহুর্তে থাকো অবিচল, এটা আমার চাওয়ার বহিঃপ্রকাশ।
জীবন সীমান্তের শেষ প্রান্তের উপারে নেই কোন বাধা,
চলো হারিয়ে যাই দুটি গল্পের মাত্র একটি অনুভূতি হয়ে।
শুধু গল্প দুটি ভিন্ন! দুটি গল্পের একটি মাত্র অনুভূতি।


চলো হারিয়েই যাই, সকল মায়া আর ভালবাসা ছিন্ন করে।
শুধু তুমি আর আমি!
অতঃপর দুটি গল্পের একটি মাত্র অনুভূতি হয়ে,
শুধু গল্প দুটি ভিন্ন! দুটি গল্পের একটি মাত্র অনুভূতি।