সেই সকালবেলা থেকে,
দেখছি আকাশটাকে,
গোমড়া মুখ করে বসে থাকতে,
মুখখানা তার এমন ছিল যে,
মনে হলো কান্নায় ভেঙে পড়বে,
কি জানি হয়েছিল তার সাথে,
হঠাৎ আকাশের মনটা খারাপ হলো কেন যে,
বিকেল না গড়াতেই, তাই হলো -
যা ভাবেছিলাম সকালবেলাতে,
আকাশের মনে সত্যিই ছিল দু:খ -
কান্নায় ভাসিয়ে দিল মাটিকে,
সে আর কোনো যেনতেন কান্না নয় -
একেবারে মুষলধারে,
অনেক্ষণ পর দেখি রাস্তাতে -
হাটুজল ছেয়ে গেছে সে,
কে জানে, কার সাথে রাগারাগি -
হয়েছিলো তার সাথে,
একটু পরেই যা দেখি -
তা দেখে অবাক আমি,
" আকাশের কান্না কি থেমে গেল?
রাগারাগি মিটমাট হয়ে পড়ল? "
ভাবি সেসব আমি, আরামকেদারায় বসে।