যখন আমি ছিলাম ছোট্টটি,
খেলতাম খেলনা আর লুকোচুরি,
সারাটা ঘর নাকি দৌড়াতাম,
আর কেবল চিৎকার-চেঁচামেচি করতাম,
ছিলাম বড়ই ত্যাঁদড় টাইপের ছেলে,
কক্ষনো শান্ত রাখা যেত না আমাকে,
দেয়েলে আঁকিবুকি করে করতাম সারা,
কান্নাকাটি করতাম যদি না কিনে দেয় খেলনা,
এখনো মা বলে, ছোট থাকতে ছিলি তুই বানর,
দুষ্টুমি করলে স্কুলে বলত, কান ধর,
তাক-ধিনা-ধিন-ধিন ক্রে নাচতাম সারাবেলা,
মনো নেই চুপচাপ ছিলামটা কবেলা,
পড়ালেখা, লেখালেখি করেই কাটে আমার সময়,
এখন মনে হয়, ছোটকালটা হারিয়ে গেল অসময়,
সেইসব কথা মনে করেই কাটছে আমার হালচাল,
হুম, কেমনে কেমনে কেটে গেল আমার ছোটকাল।