আকাশ যেখানটায় গিয়ে মিশেছে নদীতে,
ঠিক সেখানটা থেকে একটি বাঁশির সুর শুনছিলাম,
আরেকটু কি কাছে গিয়ে শুনব - ভাবলাম।
নদীর পাড় ধরে, নরম রোদ সঙ্গে নিয়ে,
হাঁট ছোট্ট একটি ডিঙি নৌকার ছাউনি থেকে -
উঁকি মেরে একটি মাঝি বসে।
হায়ে মাঝির একটি বাঁশি, বাজাচ্ছে আনন্দে,
দেখেই বোঝা যায়, মাঝির সঙ্গী সেটি অবসরে।
অট্টালিকার দেখে বাঁশিওয়ালাদের বাঁশি বাজাতে
মিলেনা বললেই চলে,
বাঁশিওয়ালাদের সেই বাঁশি বাজানোর দৃশ্য
হারিয়ে যাচ্ছে  কালের কোলে।