এক দুপুরে,
একটি বিড়াল এলো ঘরে।
চুপিচুপি গেল সে রান্নাঘরে,
চোখ গেল তার মাছের দিকে।
কেও যেন দেখতে না পায়,
বিড়ালটি আগেই দেখে নিল ঘরটায়।
যখন দেখল নেই কেও চারপাশে,
তখন মাছের উপর হামলে পড়ল সে।
রান্নাঘর দিয়ে যাচ্ছিল ছোট খোকা,
বিড়ালটিকে দেখে চেঁচিয়ে উঠল -
বিড়াল, বিড়াল, দেখে যাও মা।
ছোট খোকার চিৎকার শুনে
বিড়ালটি গেল ঘাবড়ে,
এদিকে এলেন ছোট খোকার মা -
একি! বিড়াল এলো কি করে?
বিড়ালটি আর কিছু না ভেবে,
এক দৌড়ে চলে গেল -
মুখে একটি মাছ নিয়ে।
ছোট খোকার মা তখন
বলে উঠলেন - হায় হায়
মাছটা গেল রে,
ছোট খোকা তখন হাততালি দিল,
মাংস হবে আজকে
মাছ আর খাওয়া হবে না ভেবে।