মন খারাপ হলে
বিস্বাদ এর ধোঁয়া ওঠে ,

জানি।

আহত অবস্থায় যারা হাসি পোষে,
তারা অভিনয় করে কেনো?
জানা নেই।

ঘুম পেলে চোখ বুজে আসে স্বাভাবিক,
জেগে থাকা দিনকাল
কিভাবে নুয়ে পড়ে বাতাসে?
চুপ।

মানুষ ভেঙে যেতে ভয় পায়,
ওরা অভিনয় শিখে নিল তাই!

হতে পারে,হতে পারে

অনেক কিছুই তো এই পৃথিবীতে হয়।

© অঞ্জন ঘোষ রায়।