স্কুল পেরিয়ে এক নতুন জগৎ দিচ্ছে হাতছানি
প্রশ্নরা দেই উঁকিঝুঁকি, ছোটবেলার বাৎসল্যের হবে কি প্রাণহানি ?


অতীতের কাটিয়ে আসা, সুখ দুঃখের বহু স্মৃতি ,
নতুন এই জগতে সত্যিই কি হবে তাদের ইতি?


তার চেয়ে বরং ওরা জমা থাক, রঙিন মনের সুপ্ত কোণে,
নতুন করে খুঁজি চলো , নিজেকে এই গহীন অরণ্যে


নতুন নতুন মুখের ভিড়ে, আস্ত একটা প্রশ্ন চিহ্ন
ভয়-রোমাঞ্চ মেশানো অনুভূতির স্বাদই যে ভিন্ন


ধীরে ধীরে জড়তা কাটিয়ে, যখন বারে বারে ফিরতে চাইবে মন,
দেখবে তখন অচেনা মুখগুলো হয়ে গেছে খুব আপন


প্রথম আলাপের সন্ধিক্ষনটা মনে থেকে যাবে বার বার,
আমাদের এই ছোট্ট সংসারে স্বাগত তোমাদের জুনিয়র।।


~ অঙ্কিত বিশ্বাস (১৬.০৭.১৭)