গর্বের কান্নায় আছন্ন আজ,
গোটা শহরতলি।
হে বীর,
দু কথা আজ তোমায় নিয়ে বলি।।


এ তোমার কেমন লীলা?
কেমন মোদের সাজা?
কেমনে আসে তোমার মতো,
উড়িয়ে বীরের ধ্বজা?


হারিয়ে প্রান,
হারিয়ে চেতন।
হানলে তুমি
সাহসিকতার বিজয়কেতন।


তোমার স্বর্গের রথ, আজ
রচিত বিজয় রথে।
মোদের সাহসিকতা, অনুপ্রেনিত
এক, নতুন পথে।।


হে বীর,
গগন ছোঁয়া সাহস তোমার
অগ্নুৎপাতের তেজ।
সূর্যের ন্যায় কিরণ ছড়াও,
নও তুমি নিস্তেজ।।


হে সাহসিকতার অনুপ্রেরন,
কাল ছিলে যা,
আজ আছো তা।
থাকবে সারাজীবন।।


-অঙ্কুর সরকার