সব কিছু যেন হারিয়ে যাচ্ছে একটু একটু করে,
যেন হারিয়ে ফেলেছি নিজের অবয়ব টাও।
আয়নার সামনে যেন দাড়িয়ে আছে-
আস্ত মেরুদণ্ড হীন অস্ট্রালোপিথেকাস।
ভেদাভেদ এর অস্তিনে ঢাকা সেই অস্তিস্ব ,
খোঁজার জন্য আবার নামতে হবে রাস্তাতেই।
সত্য আবার খুঁজতে হবে সেই -
সক্রেটিস এর মত করে ,
শহরের অলিগলিতে লন্ঠন হতে।
খুঁজে বের করতেই হবে সেই
হোমোস্যাপিয়েন এর বাহ্যিকতা,
মানব জাতি আর সত্য টাকে ।